হ্যা সেটা তো বাস্তব
চলে যাওয়াটা বেদনাময়
সব কষ্টই মানুষের বহন করে বেঁচে থাকতে হয়
কিন্তু চলে যেতে হবে আমাদের
মৃতু্ই জীবনকে মূল্যবান করেছে
আমরা যাবো সবাই কোনো এক সময়
কখন সেটা জানি না
শুধু তার আগে . ..
সুন্দর এই পৃথিবীর প্রকৃতিকে দু’চোখ ভরে
দেখে দেখে সুখ অনুভব করতেই বেঁচে আছি
আর মাঝে মাঝে হামলে পড়া বেদনা এসে
মনে করে দেয় চলে যাবো একদিন ...
অপার এই সৌন্দর্য দেখার সুযোগ
চলে গেলে আর পাওয়া যাবে না
ওপারটা কিছু নেই
শুধুই সাদা আর অন্ধকার
বালুময় জৈব সার ...।