রাখাইনের মুসলমানের জন্য অশ্রুপাত বাংলাদেশী মুসলমানের
কেউ কেউ দলীয় স্বার্থ রক্ষা করছে
কেউ কেউ রক্ষা করছে ধর্ম স্বার্থ বনাম নিজ স্বার্থ
নানান মতলবে মতলব বাজী
বাঙালীর পাহাড়ে আশ্রয়ী রোহিঙ্গা এসে
মসজিদ আধিক্য দেশে বানায় মসজিদ
মৌলিক চাহিদা মেটে না যাদের কে বানায় তাদের মসজিদ ?
মসজিদের রাজনীতি কত আর একাত্তর জয়ী এ দেশে!
সাতান্নটি মুসলমানের দেশ বিশ্বে তিনটি মাত্র তুললো আওয়াজ
বাকীদের চুপ থাকায় কী স্বার্থ ?
মাত্র চৌদ্দশত শতাব্দীর কথা এই সুজলা সুফলা
বাংলার সুলতান গিয়াস উদ্দিন আযম শাহ
আরবের মরুতে করলেন সুপেয় পানি সরবরাহের ব্যবস্থা
গড়ে তুললেন পান্থশালা
আশির দশকে বাংলাদেশ সরকার হাজী ক্যাম্পের রাস্তায়
প্রোথিত নিমবৃক্ষ এখন জিয়া ট্রি নাম ধারণ করে আছে
আরবের পানির বিশ্বাসে ডাক্তারী বিদ্যা ফেল
যে কোনো নিয়তে খান ভাল হবেনই
বিশ্ব থেকে মুসলমান কোটি কোটি অর্থ বিনিময়ে
বেহেস্ত লাভে যায় আরবে
আরবদের মিসকিন বাংলাদেশ থেকেও
হাজী জনসংখ্যার গড় নিতান্ত নয় কম
আরবের আশে পাশে কেউ কেউ তুলছে দাবী
উদ্ধৃত্ত অংশ বিতরণ হোক বিশ্ব মুসলমানের কল্যাণে
নবীজির উম্মত সব মুসলমান তাদেরও হক আছে
বেহেস্ত বাসনার অর্থে বিশ্ব মুসলমানের অংশটা
পুরোটাই ভোগকারী আরবীরা বাঙালীদের ভাবে মিসকিন
যখন রাখাইন রোহিঙ্গা স্রোতে নাফ তমব্রু, উখিয়া আর কুতুপালং
অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসায় বেসামাল
এমনি সময়ে সৌদি বাদশাহ
সালমান বিন আবদুল আজিজ আল সৌদ
বিমান থেকে নামতে স্বর্ণের লিফট নিয়ে গেলেন
মিয়ানমারে সরবরাহকারী অস্ত্র ব্যবসায়ী রাশিয়ায়
আর কত ব্যবসা হবে মানুষের পৃথিবীতে ধর্ম নিয়ে
ধর্ম কবে তুমি হবে মানুষ ?
ভাবনায় মিসকিন দেশের সহজ সরল মানুষের
হজ্বের অর্থে আহলাদী বিলাস জীবন
বিশ্ব অস্ত্র ব্যবসায়ীদের ইন্ডাস্ট্রিয়াল জোন বাস্তবায়নে
দরিদ্র রোহিঙ্গা হটিয়ে পাঠাচ্ছে বাংলাদেশে
এ দেশের অতি উৎসাহী উদ্দেশ্য ভাজনেষুরা
সমুদ্র বীচে ভ্রমণের আনন্দে ছুটে যাচ্ছে পরিবার সুদ্ধ
ব্যানার প্রদর্শণী নতুন ফটোবাজীতে ত্রাণের হৈ হুল্লোড়
কত কত ত্রাণ বিলানোর ছবি বস্তুত: রোহিঙ্গাদের
মৌলিক চাহিদার অভাবে সরকারও দিশেহারা
টকশোর টক কথা রোহিঙ্গারা এসেছে আশ্রয়ে
রোহিঙ্গারা ভাবছে ইচ্ছেয় আসেনি ইচ্ছেয় যাবে কেনো ?
নোট : গিয়াস উদ্দিন আজম শাহের শাসন আমলে (১৩৮৯-১৪১০) নিজ নামে মুদ্রাও চালু হয়। তখন অর্থনৈতিকভাবে দীনহীন আরব দেশের লোকেরা অধীর আগ্রহে থাকতো কবে বাংলার সুলতান খাবার ও সাহায্য পাঠাবেন। মক্কা-মদিনার মানুষ তখন হত-দরিদ্র। বাংলায় সুলতানের পাঠানো অর্থের ভাগ মক্কা-মদিনার মানুষ পেত। গিয়াস উদ্দিন আজম শাহ বহুবার মক্কা ও মদীনায় আর্থিক সাহায্য প্রদান করেন এবং সেখানে গিয়াসিয়া নামে মক্কা ও মদিনায় দুটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।