দেখা হলে জ্বলে উঠি। ফোরফট্টি ভোল্টেজ
ছুঁয়ে দ্যাখো বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে
হৃদয়ের নিউক্লিয়াস জালানি চক্রে পারমাণবিক রিএ্যাক্টর
স্পর্শতাই ‘র’ ম্যাটেরিয়ালস
তারপর বিক্রিয়ার ইয়েলো কেক চোখা চোখিতে
রূপান্তরিত হচ্ছে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইডে
করতল কাঁপে পরশে আবেগের আবীর সমৃদ্ধ সেন্টিফিউজ
দু:খের দুর্বলতার ডিপ্লিটেড অংশ বাদ রেখে
তৈরী হতে থাকে মিশ্রণ
মাইনিং ও মিলিং, কনভারশন, সমৃদ্ধকরণ, দণ্ড ফেব্রিকেশন
আর রিএ্যাক্টর কোরে ফিশান তারপর বার্ণআপ ...
একবার তাপলে পার করে চল্লিশ বছর
রাখবে কোথায় কোন কেনিষ্টারে ?
কৌটা ভরে ভেবে দ্যাখো
চল্লিশ পেরিয়ে আসা ষ্টেশন
পঞ্চাশের কৈলাসে ধাবমান
যতই দেখা ততোই একরোখা কোকিলের বাহারি তান
ড্যাবডেবে ডুমুরের ফল রংধনু রঙে
পরিপক্ক বৃক্ষের জমকালো দিন
পাছে ট্র্যাফিক জ্যাম
মোড়ে মোড়ে রেড সিগনাল
ছুটছে ল্যান্ড ক্রুইজার বেপরোয়া গতি
সার্জেণ্ট বেহাল, বাঁশির সাইরেণ
লক্ষ্য একটাই আইফেল টাওয়ার।