হৃদয় থেকে কেউ নেমে গেলে
সহজে আর হৃদয় তাকে নেয় না
দোষে গুণে মিলে মানুষ
হৃদয়ও সে রকম কি-না জানিনা ;
সূর্যডোবা দিনের শেষ লগ্নে গোধুলীর
ক্লান্ত আভা যেভাবে অস্বস্তিকর
পরিবেশ তৈরী করে রাখে, কেউ কেউ
এভাবেই বেঁচে থাকে হৃদয়ের ডাষ্টবিনে
গোমট সন্ধ্যা লালিমার অলস আলোতে
কতজন গেছে হারিয়ে সুদূরের দিকে
মস্তিস্কের গ্রন্থিতে হিসাবের তালিকা তার দীর্ঘ
চলতি পথে অনেকেই সফেদ হৃদয় ছুঁতে চায়
সেই পুরনো রেশ ধরে, সাড়া মিলে না
হৃদয় বলে ওঠে : যারা আছে বর্তমান
তারাই আপন জ্যোতিতে
হাসি, খেলা আর বেদনায় উজ্জ্বল।