সূর্যের চারিপাশে
ঘুরে কতো গ্রহ
দেখতে গ্রহ গুলো
গোল বল বড়োসড়ো

কিছু গ্যাসের তৈরী
আর কিছু পাথরে
সূর্যকে ঘুরে ঘুরে
রাখে ধরে আদরে

যে পথ হেঁটে চলে
নাম যেনো কক্ষপথ
চিরন্তন নিয়মে
ঘুরে যায় যথাযথ।