বাংলায় আসছে যারা
হৃত দরিদ্র রোহিঙ্গারা
বিশ্ব অস্ত্র শক্তির দাবার ছক চলমান
ওআইসি তোমার ঘরে বিভীষণ
তোমার সন্তানরাও জড়িয়ে আছে
রণ সজ্জিত শক্তির স্নেহ প্রেমের বন্ধনে
ধনবান নেতা, আমলা রোহিঙ্গা কোথায় ?
ওদের দেখা মিলেনি শরণার্থী শিবিরে
নেই ওরা ত্রাণের দীর্ঘ লাইনেও
ওদের কাছে বিষফোঁড়া
ঐ রাখাইন অনগ্রসর জনগোষ্ঠী
যারা ওদেরই প্রতিবেশী, ভাই-বন্ধু,
আত্মার আত্মীয় কেউ কেউ
যারা উচ্ছেদ আতঙ্ক আর
অমানবিক দৃশ্য দেখে দেখে
পার হচ্ছে নাফ, তমব্রু
পাশ্ববর্তী দেশের মহৎ ইন্দিরা গান্ধীর
‘‘গরীবি হটাও” শ্লোগানটি
কাজে লাগালো নেপিডোর সামরিকবাসী
রোহিঙ্গা গরীব রোহিঙ্গা ধনবান
ভাগের অংক কষে কূটনৈতিক
কোনো গরীব থাকবে না মিয়ানমারে
দরিদ্র রোহিঙ্গারা যাও বাংলাদেশে ...
ওরাও মিসকিন আরব দেশের চোখে
গলাগলি মিলে থাকবে খাবে
একদিন ধনবান হবে স্বপ্ন দেখতে দেখতে
জৈব সার হয়ে যাবে
দরিদ্রের কঙ্কালের ভিতে দাঁড়িয়ে আছে
অসংখ্য হাইরাইজ ভবনের শহর বিশ্বজুড়ে
বলো কে আর গরীব রাখতে চায় !
সবাই খেদায় কত প্রানান্ত চেষ্টা
সবার চাওয়াই এক
কেবল হটানোর পথটা ভিন্ন।