আমরা আঘাতে ক্ষত-বিক্ষত
বার বার উড়ো ঝড়ের বুলেট
প্রতিবাদী কণ্ঠ মিলিয়ে রাজপথ দখলে রাখি
ওরা মুখোশে ঢাকা মানুষের মুখোশে
ব্যানার ফেস্টুনে মাইকের ঝাঁঝালো ভাষণে
কেবলই বেদনার ভাষা শোনাই
ওরা দেখে শুনে আবার চিহ্নিত করে
আমরা আমাদের পরিচয় দেই
ওরা নম্বর প্লেট লাগিয়ে দেয়
সোনার বাংলার বুকে
কিলিং মিশনের ছক আঁকে
ওরা ওদের মিশনে তৎপর সর্বদাই
আমরা শুনেও না শোনার ভাণ করি
ভাবি একাত্তরেই সব জয় শেষ আমাদের
এই কুম্ভকর্ণের ঘুমে আমরা হারাচ্ছি আমাদের
আর বার বার ওরা আমাদের
প্রতিবাদ দেখে মীরজাফরের হাসি হাসে
কার উদ্দেশ্যে কাকে উদ্দেশ্যে বলা প্রয়োজন
সে ভাষাও আজ অস্পষ্ট হয়ে যাচ্ছে
একেবারে খুব কাছে দাঁড়িয়ে থাকে ওরা
আমাদের সতর্ক চোখ আরো তীক্ষè হতে হবে
দেখতে দেখতে জেনে যাবো একদিন
সব লেবাসী চেহারার ভিড়ে কারা কি করে
মুখে মুখে আছি আছি
আসলে এই থাকা থাকা নয়
আমরা আছি সতর্ক পাহারায়
যতদূর যাক। বায়ু থেকে স্থলে ...
সবখানে রাখছি গবেষক চোখ ...।