ঘরে এলো ইষ্টি। বাইরে দারুণ বৃষ্টি। আয়োজনে আহা।
খিচুড়ী সাথে ভাজা। ইলিশ তাজা তাজা।
জিবের স্বাদে যা হা ।
ভাজায় শুকনো লঙ্কার। বাজাও ভারী ডঙ্কার। ভাবে বেজায় ওঙ্কার।
কুটুম খেয়ে খুশী। কাঁটা খেয়ে পুসি।
ধান নয় ইলশে টঙ্কার। খেতে গেছে দম কার ?
বৃষ্টি হলো মিস্টি। বাজারের ঐ লিস্টি। ইলিশ কেনা চাই।
কিছু আর না পাই। ইলিশ খেয়ে ঝাঁপাই।
খিচুড়ীতে যা পাই।