ভরা বর্ষা ডিমে ভরা। উজান স্রোতে চলে ত্বরা। নেইতো মনে সংশয়।
নতুন পোনা বেজায় ছুটে। প্রসব বেদনা গেলো টুটে।
ইলিশ মা’র হলো জয়।
কিন্তু যখন কারেন্ট জালে। পড়লো ধরা জাটকা চালে। দুষ্টু জেলের ফাঁদে।
সেই ক্ষতিটা দশের দেশের। বিয়োগ ব্যথা মা ইলিশের।
নদীর মাঝেই কাঁদে।
পোনা নিধন বন্ধ হলো। নিরাপত্তার আলো জ্বলো। কেউ পাবে না রক্ষা।
সবাই মিলে শপথ করো। জাটকা মারা বন্ধ করো।
নেইতো মনে খটকা।
ইলিশ এখন প্রচুর ফলে। নদী সমুদ্র পুকুর জলে। নেই অযথা ভাবনা।
গ্রামে গঞ্জে হাটে ঘাটে। সুখী মনে ঠাটে বাটে।
সবার আছে জানা।