মনের মতো ঈদটা হতো
গরীব দুঃখী ধনী হতো
বাসে ট্রেনে থাকতো
নাতো অকারণে ভিড়

দূনীর্তিটা উঠে যেতো
মাদকবিহীন সমাজ হতো
ঘুষ বিনিময় বন্ধ হতো
আচরণে মানুষরা ধীর

ঈদের টিকিট ব্ল্যাক না হতো
দু:চিন্তাহীন যাত্রা হতো
নিত্যপন্য দর কম হতো
মিলতো দেখা সেই খাঁটি ঘি’র

একটিও শিশু হতো
না আর ধর্ষিত
চারিদিকে ফুলের
সুবাস বর্ষিত

খুন ও গুম বন্ধ হতো
রাজনীতিটা স্বচ্ছ হতো
দুধের মাছি না থাকতো
কতই না ভালো হতো ?

দেশটা হতো সোনার বাংলা
স্বপ্ন গুলো সোনালী ডানার
চিল হতো
পৃথিবী একটাই ছাদ হতো
মানুষ গুলোর মনের মাঝে
মিল হতো।