দূরবীণ ক্যামেরাতে
দেখো অই দূরে
প্রকৃতি ও পৃথিবী
দেখো ঘুরে ঘুরে


আকাশ তারা দেখো
দেখো আরো গ্রহ
দূরের ছোট্ট জিনিস
দূরবীণে বড়


ছায়াপথ ধূমকেতু
মেঘোমালা বৃষ্টি
মনযোগে দেখো
চমৎকার সব সৃষ্টি।