রটনা রটিয়ে দিবে দাও
পঞ্চভূতের ভয় দেখিয়ে লাভ নেই কোনো
এ তল্লাটের ইট বালি রড সিমেন্ট
অজানায় নেই গাথুনির ফাঁকি ঝুঁকি
ভাবছো হয়েছো আকাশ সমান
কথা কাজে লেবাসী ফাঁপড়
ওতো ঢের দেখেছি আবর্জনার স্তুপ
ধ্বংস থেকে শব্দ খুঁজে জীবনের বার্তা শুনাই
দূরত্বে বাংলাদেশ নয়কো দূরে
টেকনাফ থেকে তেতুলিয়া
রূপসা থেকে ঐ পাথুরিয়া
মুহূর্তে জানার মধ্যেই নেটওয়ার্ক
কোনো লেবাসী ফাঁপড় সাহসিকতায় এগোয়নি
দূরত্ব অতিক্রম করার
কতো গতিবেগে দৌঁড়াতে পারো ?
খানাখন্দ আছে সতর্কতায় দৌঁড়াও
আর জেনে রাখো
প্রতিটি ডাক বাকসো জানে
গোপন কালিক ইতিহাস।