বৈশাখ আসে বৈশাখ যায় কাউকে হাসায়
কারো রক্তিম চোখের জল কাউকে কাঁদায়
ঝড়ের তান্ডবে লন্ডভন্ড প্রকৃতি উত্তাল
ব্যক্তির জীবনে ফেলে তার ছায়া বেড়াজাল
বিদ্যুৎ চমকে ভীতু মনে করে কোলাহল
ভয় নেই এমন অভয়ে কে মুছে আজল
কয় লক্ষ শ্রমজীবি বিধি ভাতা পায় বলো ?
তবুও সে ভাল না থাকার কিছুটা তো হলো
মুখোশে মন্দির নেই শুনো মুখোশ মনের
মূর্তি মূর্তমান হলে জাত যাবে ভাস্কর্যের
তাই অত সুর তোলা সা রে গা মা পা গাওয়া
মরুর বেশভুষা রাখতে মান যাক জান
অস্তিত্বের দণ্ড সোজা রাখা দরকারী গান
অলৌকিক মোবাইলে জাত গেলো জাত গেলো !