পহেলা বৈশাখটা ইলিশ নিয়ে ব্যস্ত নেই
তেলাপিয়া কদর পেয়ে রাজ রাজড়া ভাব
এই খবরে জলে ইলশের বাড়ে অনুভাব
খুশি মনে জোয়ারে জোয়ারে দিচ্ছে বড় লাফ
ছানারা তার হচ্ছে বড় ভুলে প্রসব চাপ
উর্মি দোলায় নৃত্য তালে আনন্দ দৌড় ঝাঁপ
বর্ষার আগে কিছু সময় হারিয়ে যাক খেই
পান্তা ভাতে হরেক স্বাদের ভর্তা কালিজিরা
সুটকি মাছ শীম থানকুনি ও পাট শাক
ভর্তা ভাজিতে যাক না কেটে পহেলা বৈশাখ
বেঁচে যাবে ইলিশ পোনা মা ও মাছের ডিম
ঐতিহ্যে ভরা থাক বৈশাখের শাঁখে রক্তিম
নদী সমুদ্রে থৈ থৈ ইলিশ ঝাঁকে হিমশিম
সংঘর্ষ নয় থাক উৎসবে চুনি পান্না হীরা।