অধিক সুখে ভুলা ভালো জীর্ণকালের স্মৃতি
সেইতো ভাল ভুলেই যাওয়া নীরব ক্ষতি
কে আর বলো বাড়ায় দেনা শুধু মিছেমিছি
তার চেয়ে বরং না চেনাটাই মানিয়ে নিছি
সুখটা তোমার না হয় ডলার দিয়ে কেনা
আমার সুখতো শিশির ভেজা ঘাসের দেনা
হিটার জ্বেলে উষ্ণ রাখো হৃদয় ঘর দোর
সৌর তাপে সূর্য ওঠা রক্তিম আমার ভোর
তোমার হাসি এসির ভেতর চার দেয়ালে
আমার হাসি শীতের ঝরা পাতার খেয়ালে
এখন তোমার বছর উৎসবে যায় কেটে
আমার সময় গড়িয়ে গড়ায় কবিতা নেটে
কবি হবার স্বপ্নে বিভোর সুখী দিন কাটে
মনটা তাই থাকে পড়ে ফেইসবুক চ্যাটে।