ওখানেই ফেলে এসেছি ভালোলাগার যা কিছু পাওয়া
বার বার পেলে আসা টানেই বার বার ফিরে যাওয়া
আমার বায়ান্নর বর্ণমালার আবেগ, মায়ামোহ
চৈতালী ফসলের ক্ষেত দু’ধারে সবুজের আত্নীয়তা
সেই আলপথ ধরে চলে গেছে ঐ মেঠো পথের বাঁকে
না বলা কথার কাকলি জড়িয়ে জোড়া জোড়া চোখে চোখে
আমগাছ বাঁশঝাড় আর দস্যিপনা পুকুরের জলে
আঁধার রাতের মিতালী পাতানো ড্যাবড্যাবে বাঁকা চাঁদ
হিজলের বুনো সুগন্ধিতে কানে কানে একুশের গান
জারুলের বনে হলুদিয়া উৎসবে বাগান বিলাস
ছাতিম ফুলে অদিনের বৃষ্টিতে শীতের গভীরতায়
লেপকাঁথায় মুড়িয়ে আছে সংগ্রামী বায়ান্নর গীতাঞ্জলী
যেখানে হারিয়েছি সুমধুর সুললিত স্নেহ শৈশব
তবু কেউ অধিকারে বলা প্রয়োজন নেই ভালোবাসে।