(মাহবুবুল হক শাকিল স্মরণে)
খুব বেশী মন খারাপ ছিলো কী কবি
মন খারাপের এই গাড়ীটা
যমপুরীর দরজাতেই ছিলো
বুঝতে পারনি তুমি
বর্ষা বসন্ত জীবনে সাইক্লোণ ঘূর্ণি
স্বাভাবিক বেগেই আসে
এতটা অভিমান আড়াল করলে কী
শেষ হয়ে যায় সব বেহুদা বেদনা ?
না এই যাওয়াটা সঠিক হলো না
আরো কিছু সময় থাকার খুব ছিলো প্রয়োজন
তুমি ছাত্রলীগ তাই নিজেকে মন্দ বালক বলেছো
ছাত্রলীগের মন্দ বালক শেখ মুজিব
তার হাতেই লুকানো ছিলো
সোনার বাংলাদেশের স্বাধীনতার চাবি
লাল সবুজের পতাকা এনেছে মন্দবালকরাই
মন্দবালকদের মন্দ ইতিহাসই গৌরবের বাংলাদেশ
মায়ের ভাষা বাংলাকে করেছে রক্ষা
বাঙালীরা স্বাধীন, মায়ের ভাষায় বলে কথা
এমন মন্দ হলে কোনো আক্ষেপ নেই
আমিওতো ছাত্রলীগ; মন্দ লোক
সবসময় হতে চাই এমন মন্দ
‘আপনি সুশীল, আমি ছাত্রলীগ’ এই কবিতার জন্য
তোমার কাছে ছাত্রলীগ ঋণী জীবনকাল
কারো কারো জীবনে একটি বাক্যই হয়ে যায় কবিতা
তুমি থাকবে বেঁচে তোমার এই কবিতার মাঝে
কোনো কোনো মৃত্যু চিরকাল হৃদয় ছুঁয়ে যায়
তোমার মৃত্যু ছুঁয়ে গেছে বঙ্গবন্ধু মুজিবের বাঙালীর হৃদয় ...।