রঙে রঙে বসন্ত রাঙা মন
আকুলি বিকুলির নানা কথার ছল
সঙ্গে আনে ভ্যালেন্টাইনকে
তারপর দীর্ঘ দীর্ঘ বয়েসী
পৃথিবীর সব নদী পাড়ি
পলাশের সুখময় সুগন্ধিতে
উড়ে যায় সুদূরের বার্তায়
হ্যালো বসন্ত আমার ;
চেয়ে দেখো দুয়ারে দাঁড়িয়ে
বাসন্তী গাঁধার শতদল
ওঠো এই নাও, বাসন্তী শুভেচ্ছা
হৃদয় ভরে; দিতে পারো আজো
দিয়েছো যা তুলনা তার নেই
আরো আছে যা বাকী মৌ মৌচাক
হোক বিনিময় চোখে চোখে
পাজরে পাজর রেখে...
আমার বসন্ত ভ্যালেন্টাইন থাকে
হৃদয়ে হৃদয়ে প্রতিদিন সমভাবে।