বিশ্বাস করো !
এমন পরবাসী প্রেম চাইনি কখনো
চারিদিকে তুমুল বর্ষার কানাকানি
পড়ন্ত দিনের কোলে এলায়িত বিকেল
নীল আকাশের বুকে চিৎ হয়েছে রংধনু
জোড়া শালিক জলের ডোবায় জলোজল
বার বার বাম পাজরে বিশ্বাসের বুকে
ছুঁয়ে ছুঁয়ে জাগিয়ে রাখি
দূরে আছো বলেই এত বেশী চোখে চোখে থাকা
ঘুমহীন অবাধ স্বপ্ন নিত্যই শুভ্র ভোর আনে
সুদূরের সেই তোমার সাথে
হৃদয়ে হৃদয়ের লুকোচুরি মেলামেশা
চৌরাশিয়ার বাঁশী ডেকে ডেকে বসস্ত শেষের কোকিল
তবুও বটমূলের মাথার উপর
কদম রাঙা হাসি বলছে কেবল-
ভালোবাসি ভালোবাসি, ভালোবাসি
দমকা হাওয়ায় উদাসী আনমন
যেনো দেখা দেয়া নিষিদ্ধ, বারণ
চাতক বৃষ্টি এলে তবেইতো দেখি
দেখলেই থাকি তাকিয়ে বিস্ময়ে
প্রভাত রাঙানো ও চোখে মুখে
মনে হয় জেনে নেই ব্যাদান বুকের কন্দরে
লুকানো আছে আরো কতো রবীন্দ্রনাথ
তোমার বিদ্যুতে আলোকিত অন্তর্লোকে
অবারিত সমুদ্র ঝড়ের তান্ডবে
ভেঙ্গে গড়ি হাজারবার নিজেকে
বিশ্বাস করো বন্ধু ! চাইনি এমন দুর্ভাগা প্রেম ।