এখন ছুঁতে পারে না শীতল হৃদয়
ইচ্ছের কাছে দেখা মেলে না
চৌরাশিয়ার মধুর বাঁশী
মুক্ত ছড়িয়ে ছিটিয়ে
আনাচে কানাচে রাশি রাশি
খোঁজে না ডুবুরী সুগভীর অনুরাগে
অচেতন ঘুম নেই প্রশান্তিময় দু’চোখে
কীসের অস্থিরতা উতলা করে যায় ?
বুঝি না কিছুই ইলেকট্রন প্রোটনের ধর্ম
মনের মালায় শাসনের বেড়ি
সাইবেরিয়ান প্রবাসী পাখি
আলাপে প্রলাপে বলে বেড়ায়
বুর্জোয়াইহোক আর
প্রলিতারিয়েত পরিবারে
স্বাধীনতা সহজ নয়তো
যাপিত জীবন বায়োস্কোপে দেখো
মাঙ্গলিক বিজয় এখনো
অদূর সুদূর...বহুদূর।