সম্পাদনা করুন
নগরের চাষা নাকি চাষ করে কবিতার
মোবাইল হাতে নিয়ে ফেসবুক টুইটার
ঘুরে ঘুরে দেখে ছবি বন্ধু, আমজনতার
ভুল করে বানানের লিখে যায় সবি তার
মনে আসে যা তা কোনো বাধা নেই যার
চেনা জানা কবি সব উৎসাহ বাড়াবার
লাইক কমেন্ট দেয় খুশী ভাব জাগাবার
সহজ সরল মন নেই তার প্যাঁচ গোছ
ভঙ্গি নেড়ে ছেড়ে করে ঠিক ঠাক নানা পোচ
ছবি তোলে নিজে নিজে মোবাইল হাতে রেখে
প্রোবলেম কিছু নয় যাক ছবি এঁকে বেঁকে
একরোখা জেদ ধরে একা একা যায় রেগে
আমার সে ভাল বন্ধু পর কেউ ভাবি নাই
কবি হোক সত্য জয়ী আর কোনো দাবী নাই।