অনেকেই বলে হয়নি যা ভেবেছিলো
কোনো কোনো সন্ধ্যা একাকিত্বে চিৎকার তোলে
অতৃপ্ততার কাদাজলে খলশের মাখামাখি
অনুভূতির চোঁয়াল শক্ত হয়ে ওঠে ভাবলেই
আনত তাকিয়ে সময়ের খবরে
কিছু কিছু ব্যর্থতা থাকে নিজস্ব
ইচ্ছে করে সাফল্য না নিয়ে চুপ থাকা
হাসে অনেকেই দেখে ভাবে বোকা একটা !
শখের নার্সারিতে হরেক চাষে
আনন্দ যার সেকি একফসলী কাটায় ?
রিস্টওয়াচ গুলো ধীরে ধীরে ফ্যাশন শোতে
সকাল সন্ধ্যা রাত গভীর রাত এসব মাপা আছে
চৈতালী সুর শুনে আজগুবি স্বপ্নরা হল্লা করে
নদীও চলতি পথে বাঁকে বাঁকে ধীর গতি
বয়সের দীর্ঘায়িত পায়ে ক্লান্তির ক্ষত।
খ্যাতি অখ্যাতি নিয়ে মাতবার সময় এটা নয়
অসহ্য রাতে তবুও ঘুম আসে
ঘুমের বালিশে চক্ চকে রোদরঙা সূর্য হাসে
ঘড়ির কম্পাসে চিহ্নিত দিকে নতুন যাত্রা
আকাশের দেয়ালে অনন্তের ঠিকানা লেখা।