নির্দ্বিধায় সোজা বলো -
উষ্ণ বুকে মাথা রেখে ঘুমাও লক্ষèী ...
কত সহজে সুবচন দাও বলে
লক্ষèীর ঘুমতো শান্তির দেবদূত
এ ক্ষয়িত চোখ করবে স্পর্শ
কী ভাবে সহজ এতটা সমরেখা বিন্দু
বেঁচে থাকা হাজারো অসংগতি নিয়ে
কানাকুয়ো রাতের সবটাই থাকে জুড়ে
এলেবেলে বিরস ভাবনার ছায়াছবি
প্রশ্নবোধকে সেখানেও থাকো দাঁড়িয়ে
মাঝে মাঝে ভীষণ ভাবেই হতাশ মন
হার্য ঘুম ভাঙে হতাশার আবেশ চোখে
পর মানুষ পরই হয় কখনো কখনো
পারি না চিনতে নিজের চেনা জানা ভুবন
পায়ের তলায় যাকে সমকোণে সুষম মাটি ভাবি
ফ্যালে উপড়ে সেই বিশ্বাসী বৃক্ষের মূল শুদ্ধ
বন্যা, খরা, ঝড় জলোচ্ছাসে করে অনিকেত
মুখর বিশ্বাস ভাঙ্গে নৈমিত্তিক ছুটি
মুকুরে ফের সাজানো সুখদ তীর
ছোপ ছোপ বালুচরে আশায় বসত
কুঁড়েঘর নড়বড়ো পরবাসী হাওয়ায়
কৃষ্ণ বিবর তাপে পরকীয়া গান গায়
অদূরে সুদূরে আরশি পড়শী
সাহংকারে তবুও কী বলবে -
মুক্ত বুকে মাথা রেখে ঘুমাও লক্ষèী !



নোট :  কৃষ্ণবিবর- মহাকাশের এমন জায়গা যেখানে মাধ্যাকর্ষণ এমন প্রবল যে সেখান
থেকে আলোও বেরিয়ে  আসতে পারে না। সূর্যের চেয়ে দশগুণ ভরের কৃষ্ণবিবর
অতিনবতারা বিস্ফোরণের জন্ম দিতে পারে। কোয়াসারের ভেতরে সূর্যের ভরের চেয়ে দশ লক্ষগুণ
ভরের কৃষ্ণবিবর দেখতে পাওয়া যায়।