আশে পাশে যারাই আছে। খামোকা তিল তালে নাচে। ওরাতো সবাই সঙ সাজে
সরলার সরলী উক্তি। মনে মনে ভীষণ ভক্তি।
নেইতো ঢাক ঢোলে পিটানো।
মোবাইল টান দেখায় নাতো। হৃৎপিণ্ড সত্য মন হাত-ও। সম্মান সকলের কাছে পায়তো
কাজে নেইতো জোচ্চুরি। বাজে শিষ্য ভুরি ভুরি।
নেইতো কথার গুড় ছিটানো।
ভক্ত বলে বঙ্গবন্ধু। ভক্তেরা হোক উদার বন্ধু। বন্ধ করো লোভের চঞ্চু
গড়ে উঠুক বিন্দু বিন্দু। মুজিবীয় মহাসিন্ধু।
তবেই আগষ্ট শক্তি জানো।