এপ্রিল মাসে আসে
ঝড়ো হাওয়ার বৈশাখ
চৈরাউবা কুম্মৈ
সাংগ্রাই বিজু বৈসাব
এপ্রিলে ফুল মানে
অপসংস্কৃতির বাক্
বৈশাখ সাথে আনে
নতুনের কলরব
পুরাতন যায় মুছে
স্বচ্ছ জলে ভৈরব
চারিদিক গান শোনায়
বৈশাখী পাখিসব
বোকা লোক তোলে সুর
এপ্রিলে এপ্রিল ফুল
চেতনায় খাবি খায়
ভাঙ্গে না কারো ভুল
এপ্রিলে বোকা ফুল
বোঝে না একচুল
এপ্রিল মাসের বৈশাখ
ঐতিহ্য বাঙালীর
আলোর সূর্য আনে
গড়ে সুখের নীড়
বায়ান্ন একাত্তর
গর্বিত বাঙালীর।