ভালো না বাসলে তাতে কি ...
দায়ী করবো না কোনও অপরাধে
নয় তুলনা যা পারি না;
আছে যা তা নিয়ে যেতে পারি কতদূর
হৃদপিন্ডে লালন করি না অস্বস্তি
নেই ম্যানিয়া রোগ মনোজগতে
থাকে যার যা নিজস্ব বেসাত
আছে যা যা সেই তো আমি
নেই যা দুঃশ্চিন্তাও নেই পাবার
আছে স্বপ্ন মৌলিক কণা ভেঙ্গে
এগিয়ে যাবার প্রয়াসে নিরন্তর
ল্যাবরেটরী চলমান দু’চোখে
ভক্তিকে মনে করো না দুর্বল
শক্তিতে দৃঢ়তা রাখি মেরুদন্ডে
ভক্ত হৃদয়ের গভীরতা না জানলে
তার সুযোগ্য হয়ে ওঠা প্রশ্নবিদ্ধ
কারো জীবনে ভালোবাসা বাণ বন্যায়
আসলে যেতে চায় না; কেউ চায় না চায়
কারো কারো জীবনে পরম যত্মে
আগলে রাখতে হয় ঝড় জলোচ্ছাসে।