বলছে সবাই ভূত আছে
ভূতের নাকি পুত আছে
কন্যা নাতি পুত আছে
বনে নয় মনে আছে
ঘন আঁধার ঝোপ ঝাড়ে
এই বুঝি দুয়ার নাড়ে
নীরবতায় মন কাড়ে
বুক ধুক পুক রেশ বাড়ে
আঁধার রাতে বাঁশ ঝাড়ে
হাঁটছি কতই ঝোপ ঝাড়ে
বাতাস ভূত পাতা কাঁপে
ভয়েই ভীতুর গা কাঁপে।