এই পৃথিবীর বীর সন্তানেরা আজীবন বেঁচে থাকে। অমিয় কথার বাঁকে।
মাুনষেরা বুঁকে আঁকে। অমর সে সমুদ্রের বাঁকে।
জনগণ মনে গেঁথে রাখে।
গুণের মাটি ধন্য পূন্যে পবিত্র সত্যের দৃঢ়তা যা দিয়ে। পিতার বানী দিচ্ছে জাগিয়ে।
আজ নয় কাল নয় যুগান্তরে। মুজিব আছে অন্তরে মন্তরে।
আওয়ামী জাহাজ বন্দরে বন্দরে।
এই যে রং ধনু আকাশ আঁকা রাতের শরীরে চাঁদ বাঁকা। কৃষকেরা মাটি ভালোবাসে
মধুর সে ডাক শুনে আসে। দিয়েছে প্রাণ যুদ্ধে অবিরাম।
অমর গান ‘‘এবারের সংগ্রাম ...”।