সূর্য রশ্মি চোখে আপন কক্ষ পথে
নজরবন্দী এক ক্ষেপার রাজত্ব
তা রে না রে নেই কোনো
একেবারে হাইড্রোজেন বোমার উত্তাপ
গোলকের গভীরে ফুঁসে উঠে লাল দানব
দুরন্ত আল্ট্রা সাউন্ড তরঙ্গ করে নাজেহাল
শ্বাসে শ্বাসে সহর্ষ সংঘর্ষ
স্পার্ক বাধে চৌরাস্তার জয়েন্টে
কলালাপে মুগ্ধ আঁখি যুগল
দ্যাখে পৃথিবীর সবচেয়ে সুন্দর কিছু
কার্তিকের হাওয়া গায়ে ক্রোমোজাম
রাজ্য দখলের আয়োজন ঘন্টা বাজায়
বাদামী বামন সংকুচিত শঙ্খচূড়
ঘর্ষণ বলের তেজস্ক্রীয়ায় শান্ত পঞ্চভূত।
নোট : বাদামী বামন -গ্রহ আর তারার মাঝামাঝি ভরের বস্তু। এদের ভর হয় সূর্যের ০.০৮ গুণের কম।
এদের ভেতরে তাপ পারমাণবিক বিক্রিয়া ঘটতে পারে না, তবে মাধ্যাকর্ষণের কারণে এরা সংকুচিত হয়
বলে কিছু শক্তির বিকিরণ হয়। লাল দানব - বিশাল তারা যার তাপমাত্রা কম। তারার জীবনের
অন্তিম অবস্থা যখন সেটি তার আগের আয়তনের চেয়ে একশ গুণ ফুলে ওঠে।