আটপৌরে জীবনে ভাবছ ভালোবাসার নেই জৌলুস
বহুরূপী আগুনের কত রূপ দেখেছো শ্যাম
সলতে, মোমবাতি, লণ্ঠন বড়জোর বিজলী বাতি
লুপ্ত গুহায় ছাই চাপা আগুনের উত্তালতার মুখে
কী আছে; কে আছে দাঁড়ানোর সাহস রাখে!
এমন এক পর্যটক ক্যামেরায় থাকে ধরা তা
যায় না দেখানো ;
কেবল স্মৃতি চিত্রে সুখে হেসে ওঠা ছাড়া
মুখোমুখি হবার বাসনায় -
হতে হয় আগুন সমান সুন্দর হায়েনা
গলাগলি না হলে গলায়, বন্ধু শত্রু হয় না কোনোটাই
চন্ডীদাসিক মন না হলে রজকীনি রাত পাওয়া কঠিন
আগুন ভরা ভিসুভিয়াস কৃষ্ণ প্রহর চেয়ে বিজ্ঞাপন টানিয়েছে
পেখম তোলা ময়ূর ডাক শুনেও দূর্গা ভয়হীন আগে বাড়ো।