একখানা ছবি এঁকেছিল সে। পিতার ছবি অসীম শ্রদ্ধা ভরে। মনে রংয়ের তুলি মেখে।
মন কী কখনো আদালতে যায়। অনুভূতির বিচার করছে কোথায় ?
ইতিহাস অদৃশ্য দলিল লেখে।
গাজী তারিক সালমান বোঝেনি। ধান্ধবাজীর রাজনীতি খোঁজেনি। ভেবেছিলো মনে সহজ সরল।
পিতার স্বপ্নের সোনার বাংলাদেশে। শিশুরা আগামীর স্বপ্ন দেখে
সাদা মনে ছিলো নাতো গরল।
সোনামনি হলো দারুণ নির্বাক। আঁকবে না সে আর কোনো ছবি থাক। তার ছবিতে কে মামলায় জড়ায় কখন
পিতার বিকৃত আঁকা ছবি বলে। আদালত এজাহার ভুক্ত করে।
শুনেই তো জেগেছিলো জনগন।
বঙ্গবন্ধু মুজিবের যোগ্য কন্যা। তুমিইতো শুধু তোমার তুলনা। বিস্মিত ব্যথিত হলে জেনেই
বললেন ঠিক ঠিক শেখ মুজিবের ছবি। পারেনিতো আঁকতে কারোর তুলি
মিলাক আদালত গনমনেই।