বেকার
তুমি বড়ই এক হাহাকার
তোমার জন্য মুছে যায়
কত শত দিবাকর।
জীবনের বাজি রাখা কথা
তোমার জন্য হয়ে যায় ব্যথা।
তোমার জন্য পূর্ণতা পায় না কতো ছবি
তোমার জন্য হারিয়ে যায় বহু কবি
তোমার জন্য মানুষ পাল্টায় ক্ষণে ক্ষণে
তোমার জন্য জীবন হারায় অকারণে।
তোমার জন্য বিষাক্ত ময় জীবন
তোমার জন্য কেউ বেছে নেয় মরণ
তোমার জন্য বহু সুখের হয়েছে বলিদান।
জীবনের কত শত স্বপ্ন পায় না পূর্ণতা
কার আবার পুরোটা শূন্যতা
কত শত মায়াময় স্মৃতি
কত প্রতিসূতি
অবেলায় টানে ইতি।
তুমি কোন এক স্বপ্নময় জীবনের কাঁটা
কারো ভাঙ্গে বার বার মনটা,
তোমার জন্য কারো লেখা গান
পায়না খুঁজে প্রান।
তুমি হয়তো কারো জীবনের কালো অধ্যায়
তোমার জন্য কারো হারিয়ে যায় সুখের সময়
তোমার জন্য জমে থাকে কতো কথা মনে
তোমার হারিয়ে যায় কেউ ক্ষণে ক্ষণে।
তোমার জন্য কখনো সমাজে অবহেলা
তোমার জন্য কাঁদে কেউ পুরো বেলা।
পরিবারের ক্ষণে ক্ষণে বোঝা
সেই গ্লানি মুছেতে কতো পথ খোঁজা।
তুমি হয়তো দেউ এক সময় ছার
তখন হয় তো জীবন পুরই মিচমার
ওগো বেকার
তুমি সত্যি বড়ই এক হাহাকার।