হে স্বাধীনতা
রক্তের মিছিলে তোমাকে পাওয়া
তোমার জন্য রাজপথে যাওয়া
তোমার জন্য মতামতের দ্বন্দ্ব
তোমার জন্য বাতাসে রক্তের গন্ধ।
কত শত তোমার জন্য কবিতা গান
হারিয়েছে কত শত অবুঝ প্রাণ
রক্তে ভেসেছে তোমার দাবির পোস্টর
পিছা ইনি তবু মিছিলে নেমেছে আবার।
তোমার জন্য কত উল্লাস
পাওয়া তীব্র এক বিশ্বাস
শত্রু পক্ষ মেরে করেছে দম
তবুও হারা ইনি তোমাকে পাওয়ার উদম।
হে স্বাধীনতা...
তুমি তো ছিলে এক কঠিন বাজি
তুমি তো বীরাঙ্গনা হাসি
তুমি তো কত মা হারানো সন্তান
তুমি তো কত মেয়েকে করলে অবসান।
হে স্বাধীনতা
তুবও তুমি মুক্তির এক কথা
তোমার জন্য কতই না হলো ব্যথা
কত ভূমি মেখেছে লাল রক্তে
জবাব টা ঠিক এসেছে স্বাধীনতার পক্ষে
নবীনদের সব স্বপ্ন ছিলো তোমার জন্য
তাই তাঁরা জীবন করেছে ধন্য
শত শত ত্যাগের বিনিময়ে তোমাকে পাওয়া
বিশ্ব ভুবনে তুমি এক তীব্র ঝড় হাওয়া
তুমি বাংলার জীবনে গৌরব ময় সম্মান
বিশ্ব জুড়ে সবাই যেন রাখি তোমারই মান।