হে নারী
তুমি করনা আর আড়ি
থেকো না তুমি বাড়ি
দেও সমুদ্র পাড়ি
দেখ তোমার জন্য দাঁড়িয়ে আছে তরী।

পারি দেবে বহু দূর
ছিনিয়ে আনবে আলো
পাল্টে যাবে জীবনে মোড়
থাকবে তুমি ভালো।
জীবনে আসবে নতুন ভোর
আসবে রঙিন আলো।

তোমার আলোয় জ্বলবে পৃথিবী
      মুছে যাবে সব কালো
         তুমি হবে নতুন ছবি
        ফুটবে দিনের আলো।

        পাল্টে দিবে মিথ্যাচার
      লিখবে তোমার অধিকার
চিৎকার করে বলো এই পৃথিবী‌ ও তোমার।

একদিন আসবে সোনালী দিন
     আসবে সাফল্য কথা
মুছে যাবে জীবনময় অনাকাঙ্ক্ষিত ব্যথা।

       তোলো তোমার আওয়াজ
             পাল্টে দেও সমাজ
       তুমি অবলা তাই কি মনে করে
     আলো তো আসে তোমার ঘরে।

        তুমি জ্বলে ওঠো ওগো নারী
তুমি হবে পৃথিবীর মাঝে বিজয়ের তরবারি।