বন্ধু তুমি তো প্রান্ত পথের সাথী
তুমি তো এক ঝলক হাসির প্রার্থী,
তুমি তো সকল পাওয়া হাত
তুমি তো সকল মতামত।
তুমি তো সকল হাসি কান্নার কথা
তুমি তো সকল না পাওয়ার ব্যথা,
তুমি তো এক রঙিন ভুমি
সেখানে জমে থাকবে শুধুই তুমি।
কত স্বপ্ন গেঁথেছি এক মালায়
কত কথা ভাসিয়েছে এক ভেলায়।
হয় তো পাল্টে গেছে সময়
হারিয়ে গেছো তুমি,
কখনো হয়তো মনে পরে আমায়
সেই স্মৃতি শুধুই আমি।
কিছু কথা থাকে তোমার আমার মাঝে
কখনো তা নানা রঙে সাজে।
তোমায় নিয়ে কখনো কবিতা গান
তুমি তো জীবনময় নতুন দান।
বন্ধু তুমি পথের ছবি
তুমি এক রাশি স্মৃতি।
বন্ধু কি কখনো হারিয়ে যায়,
বন্ধুকে কি ভোলা যায়
বন্ধুত্ব তো রবে জীবনের পাতায়॥