প্রেম তো হবে জীবন্ত
থাকবে তো সে অনন্ত
থাকবে না তো হা হা কার
থাকবে শুধু দিবাকর।
তাকে নিয়ে হবে গান
হবে শত কবিতা
ভেঙ্গে যাবে অভিমান
পেলে সজীবতা ।
আলো দিবে ভুবন জুড়ে
আনবে সোনালী ভোর
পাল্টে দিবে জীবনে মোড়।
সে তো কল্পনার এক পৃথিবীর
আঁকে রঙিন ছবি
সে তো বাঁচিয়ে রাখবে জীবন
বাঁচিয়ে রাখবে আশা
জন্ম দিবে নতুন নতুন ভুবন
মিটবে না তবু পিপাসা।
তবু কেন প্রেম নিয়ে এত নৃশংসতা
কেন এত আহাজারি
কেন মুছে যায় সব মমতা
হয় কেন বারাবারি।
সে তো কাটিয়ে দিবে শত বছর
তবু ও হবে না ভোর
সে তো আলোর মত হবে পরিস্কার
তবু তাকে নিয়ে কেন করবে তিরস্কার?
প্রেম তো এক ঝলক হাসি
মধুর ময় বাঁশি
বাজে শুধুই বাজে
আর নানা রঙে সাজে।
সে তো উজ্জ্বল এক তারা
সে তো এক দিশাহারা
তবু কেন প্রেম নিয়ে ছলনা
তবু কেন তাকে মানে না।
প্রেম তো হবে জীবন্ত
থাকবে তো সে অনন্ত
থাকবে না তো হাহাকার
থাকবে শুধু দিবাকর।।