দূর যেতে চাই অনেক দূরে
রেললাইন এর পাশ ধরে
তোমারি দুহাতটি ধরে

অবসর নয় যেন
চেয়ে গগণ পানে
ফুলের গন্ধে মিশে যাই
আউশ ধানের ঘ্রানে

লোকে বলবে কী মন্ধ
তুমি থাকলে পাশে
মনে হয় সবই মিছা
ছন্দ।

সময় বয়ে যায়
রয়ে যায় স্মৃতি
তোমার ঠোঁটে আকি
আবেগময় আকৃতি

পাশে বসে দু-হাত ধরে
আগলে রাখি তোমায়
শীতের শিশির যেন হাসে
তোমারি ছোয়ায়

বক কিংবা পক্ষী
অনেক দূর যায়
দূর যেতে চাই
বহুদুর মনে দিয়েছে
সায়।

সমুদ্র কি বা নদী
সাতার আমি নাহী
জানি
তবু দিবো পারি
তোমারি সাথে তোমারি
হাত ধরি।