ভালবেসো তুমি
রিমন সরকার
শেষ বয়সে এবং সব শেষে
আমাকে ভালবেসো
ফুরিয়ে যাওয়া রঙিন বিকেলে
তুমি ওই আমার থেকো
আলোর ছায়ায় এবং আধারের মায়ায়
তুমি তুমি হয়েই ফিরো
চেহারার সৌন্দর্য ফুরিয়ে
মনের সৌন্দর্য নিয়ে
তুমিই ভালবেসো
যৌবনের সৌন্দর্য মলিন হলে
তখনো আমায় ডেকো
সব শেষে ও আমাকেই ভালবেসো
ও প্রিয় তুমি আমার ৪৭৩ নামটি রেখো
সব শেষ এ আমাকেই ভালবেসো
যখন বয়স ৫০ কি বয়স ৬৫
তখনো আমাকেই ডেকো
তখনো আমাকেই ভালবেসো
তুমি এক মায়ার বাধন
উহু মায়ায় ভরা
তুমি তুমি যেন
আমার কাছে সেরা