যে যাহারে ভালোবাসে
ভুলে তারে কেমনে
কৃপাগুনে হয় গো দেখা
দেখা হয় গো স্বপনে
শিরিন ছিলো ফরহাদের পাগল
কবি পাগল ৪৭৩ এর
চন্ডীদাস রজকিনীর
জুলেখা পাগল ইউসুফের
প্রমাণ আছে কোরআনে!
সই গো তুমি ভালোবাসে
মনে প্রানে
এক বিশ্বাসে প্রাণ
সঁপে দাও রাংগা চরণে।
নিশি কাটে বরজক ধিয়ানে
পাবো কি তোমায় সামনে
সখি ভালোবেসো মনে প্রানে।