গ্রামের মেঠো পথে হাটতে
আমার ভালো লাগে।

শীতের সকালে কাথা মুরি দিয়ে
চিড়ামুড়ি খেতে আমার ভালো লাগে!
খেজুরের রস,ভাপা পিঠা আর চিতল
পিঠা খেতে আমার ভালো লাগে।

দল বেধে গোল্লা ছুট, কানামাছি
ভো ভো যাকে পাবি তাকে ছো
খেলতে আমার ভাল লাগে।

শালিকের কিচিরমিচির, কোকিল কণ্ঠে
গান শুনতে আমার বড্ড ভালো লাগে।

এক জায়গা থেকে অন্য জায়গা,
এক পাড়া থেকে অন্য পাড়া,
দেশ হতে দেশান্তরে ঘুরতে
আমার বেশিই ভালো লাগে।

বাদলা দিনে সাপ লুডু খেলতে ভালো লাগে।

ছেলে বুড়ো সমবয়সী একত্রে দল
বেধে ঈদের চাঁদ দেখে আনন্দ
মিছিল করতে আমার ভালো লাগে।

পাড়া প্রতিবেশী, বন্ধু-বান্ধব
সবাই আড্ডা গল্প করতে
আমার ভালো লাগে।

বৈশাখে পান্তা ইলিশ খেতে, ঝড়
তুফানে আম কুড়াতে আমার ভালো লাগে।