তুমি জ্যোৎস্নার আলোয়
মানবের ছায়ার কারন হলে
ভালো ছিল!
ভালো ছিল
আকাশ কুসুম কল্পনায়
রাত্রী জাগার কারন হলে
ভালো ছিল
যদি হতে
রবি শশী আলো বাতাস
মেঘ বৃষ্টি পানি,
ভালো ছিল যদি
তুমি হতে
রজনীগন্ধা পাপড়ীর রানী
অপেক্ষার প্রহর গুনে
বসন্তের ঘ্রানে
শিমুলের ফুল হলে
খুবই ভালো ছিল
বর্ষার মৌসুমে
শাপলা কিংবা পদ্ম
ফুলের কলি হলে
ভালো ছিল"
ভালো ছিল
যদি তুমি
কোকিল কন্ঠে
ফিংজ্ঞের নাচের
কারন হতে
ভালো ছিল যদি
তুমি হতে
শিশীর ভেজা
কুয়াশার ছোয়া
ভালোই ছিল যদি
তুমি হতে
পাহাড়ের চুরায় ঝর্না
যেন বেড়ে যেতো
খাল নদী কিংবা সমুদের স্রোত।
ভালো ছিল যদি
তুমি হতে
মানব হৃদয়ের কম্পন
কিংবা রক্তের কনিকা
তুমি কাফনের কাপড় হলে
ভালো ছিল!
ভালো ছিল যদি
তুমি হতে
সিরিজ কিংবা ইঞ্জেকশন
এর শুই।