এ মোর প্রিয়
তোমার জানা উচিত
জানি না কেন?
তোমার বোঝা উচিত

তোমার বোঝা উচিত
এ ধরনীতে মোর
তোমাকেই ভালো
লেগেছে!
বাস্তব মূখী কল্পনায়
তোমাকেই মনে ধরেছে

অহ প্রিয় তোমার জানা
উচিত
এত মানবের নীড়ে
তোমাতেই আমি আটকেছি

জানুয়ারি কিংবা ডিসেম্বর
তোমার ধ্যানে থাকি
রজনী কিংবা দিনভর

হ্যা তোমার জানা উচিত
ফেলা আসা স্মৃতি
হৃদয়ের কম্পনে
ভেজে উঠা দু:খের গান
আমার কতটাই তুচ্ছ
মনে হয় এ মন!

তোমার একটু নিরবতা
আমাকে কতটা কাদায়
তোমার বাকা ঠোটের
হাসি আমায় কতটা
হাসায়
তোমার জানা উচিত

প্রতি সাপ্তাহের সেই
বৃহস্পতিবার
আমাকে কতটা
ব্যাকুল করে তোলে
তোমার জানা উচিত

তোমার জানা উচিত
রেল লাইনের পাশে
পুড়ি ওয়ালা মামার
ডাল পুড়ি আর
তোমার হাতের ছোয়া
কত যে, মধুর লাগে

তোমার বোঝা উচিত
বিএডিসির প্রথম সারীর
গাছ গুলো কথা

তোমার জানা উচিত
জ্যোৎস্নার আলোয়
কত যে লেগেছে
তোমায় ভালো।

জানা উচিত
দারোয়ান মামার
চাহনিতে আমরা
লুকোচুরি করে
এদিক-সেদিক
ঘুরে বেড়াতাম

এ প্রিয় তোমার
জানা উচিত
কোর্ট পয়েন্ট কিংবা
রেলপাড়ের মোর
তোমার প্রতিক্ষায়
কেটে যেতো দুপুর।

জানা উচিত
অটোওয়ালা মামা
আর রিক্সা ওয়ালা
চাচার সাথে
তোমার প্রশংসায়
কত যে মেতে উঠতাম

তোমার জানা উচিত
তোমার নি:শ্বাসের শব্দ
আর স্যার বলেন শব্দে
যে আমায় কত কাতর
করে তোলে।

এ প্রিয় তোমার জানা
উচিত  
আমার ভালবাসা কত
যে, কঠিন রুপে তোমাকে
প্রকাশ করে,  জানা উচিত
মোর এ হিয়া কত যে
তোমায় ভালিবাসে।
তোমার জানা উচিত