বাদলা দিনে বর্ষাকালে
চেয়ে আছি গগন প্রাণে।
ঝুম ঝুম বৃষ্টি পরে
ডুব দিয়েছে খালে বিলে।
নদী নালা থই থই
হংস খেলা করে চই চই।
নতুন ধানের চালে
ভূনা খিচুড়ি রান্না ঘরে!
ইলিশ ভাজা গন্ধে মৌ মৌ করে।
কর্ষক করে হালচাল
বুনিতে ধান চাল।
গগন প্রাণে মেঘের আব
কর্ষকের হৃদয়ে চিন্তার ছাপ।