সন্দেহ এ জীবন করেছে ধ্বংস
সন্দেহ এ মানুষকে করেছে হিংস্র

সন্দেহের কানাকানি এ জীবনে
হয়েছ তুমি পিশাচ
এ মন করছ তুমি
জীবন মোর বিষাদ।

আকুতি মিনতি করেছি আমি
দাওনি তুমি ঠাই
মন পুড়ে কয়লা
হয়ে গেছে ছাই।

সংসার জীবন হয়েছে পতন
এ জীবনে পাহাড়, পর্বত, টিলা
সবই যেন সমতল।

সমাজ কর্মে নেইকো ঠাই
সন্দেহের মনে নেইকো শান্তি নাই।