দুঃখ মোদের ক্লান্ত চিত্ত পট
দুঃখ মোদের নিত্য পণ্য।
দুঃখ মোদের জীবন সঙ্গী
দুঃখ মোদের ভোগ বিলাসী
তাই মোরা দুঃখ ভালবাসি।
দুঃখ মোদের নিত্য সুখ
দিল ধারণীয় রঙিন দুঃখ।
দুঃখ মোদের নীল গগনের আভা
দুঃখ মোদের মনের খোঁড়াক
দুঃখ মোদের মনের রঙ
দুঃখ এ জীবনের ঢং।
দুঃখ মোদের দিয়েছে
আশা ভরা অনাবিল সৃষ্টি
চোখে মোর জলভরা বৃষ্টি।
দুঃখ মোদের শিখিয়েছে কি ভাবে
ধরতে হয় শক্ত হাতে জাল
এ ভুবনে টিকতে হয় কি ভাবে
ধরে জগৎ সংসারের হাল।
দুঃখ মোর পূবাল হাওয়া
অমাবস্যার রাত, সূর্য
দিগন্তে জ্যোৎস্না রাতের চাঁদ।
দুঃখ দিয়ে এ জীবন ছন্নছাড়া
দুঃখ মোর করছে পিতৃহারা।
দুঃখ দিয়েছে মোর নতুন বার তা
দুঃখ যুগিয়েছে মোর নতুন জীবন
নতুন চেতনা।