আমার সাধ জাগে
  আমার সাধ জাগে
আকাশ নীলে উড়তে

আমার সাধ জাগে
তোমার হাতে হাত রেখে
রেললাইন বা চলনবিলে
হাটতে।  

আমার সাধ জাগে রজনীতে
জোস্নার পূর্নিমার আলোতে
হতে,

আমার সাধ জাগে গাংচিল হয়ে
অথৈজলে উড়তে

আমার সাধ জাগে চিত্রা হরিণের
পালের সাথে মিশে গিয়ে
গভীর জংগলে ঘুরে বেড়াতে

ভোরের আলোয় আলোকিত
হতে আমার সাধ জাগে

আমার সাধ জাগে ভোরের শিশির
হয়ে ঘাসের শীষে জ্বলতে

আমার সাধ জাগে যদি
অধির আগ্রহে আমার কথা শুনতে

আমার সাধ জাগে তোমার সাথে
আমি পাখির মত মনের কথা বলতে

আমার সাধ জাগে গোলাপের পাপড়ি
বেলি ফুলের সুগন্ধী হতে।