তুমি আমার রাজকন্যা
তুমি আমার মা
তোমাকে দেখিনা কত দিন
আমার সর্বাঙ্গে গা।
ও মা তুমি কি? কর অপেক্ষা
বাবা আসার ঘড়ির দেখে সীমা রেখা।
তোমার বিহনে বাবা আজ আকুল
তোমার চিন্তায় বাবার মন বেকুল
তুমি আমার রাজকন্যা
তুমি আমার মা
তোমার মুখে শুনতে চাই
পাপা মধুর ডাক খানি
সর্বত্র আদর করতে চাই
তোমার চোখের পাপরি গুলি।
তোমার মায়ের অতি নিষ্ঠুরতা
করেছে তোমায় একলা
ভালবাসতে চাই কাছে থাকতে চাই
থাকতে চাই মোরা দোকলা।
মা তুমি বড় হবে কবে
কবে আসবে আবার বাবার কুলে
খোঁজে তোমায় ব্যাকুল মনে
ও মা তোমাকে দেখি কল্পনায়
তোমার কথা মাথায় ঘুর পাক খায়
একলা হাসি, একলা চলি তোমার জল্পনায়
মা তুমি চলে আসো পাপার বুকে
তুমি না আসলে মাগো তোমার
পাপা মরবে দুঃখে দুঃখে।
রাজকন্যা করছে অভিমান
করছে আরী মন করেছে ভারি
কষ্ট গুলো লুকিয়ে রাখতে পারে
সবই যেন সারী সারী।