প্রশান্তি তুমি কোথায়
পড়েছ তুমি গল দের চাপায়
এ জীবনে প্রশান্তির খোঁজে
জগতের মানব জীবন হাঁপায়।
এ সময়ে মানব জীবনে
প্রশান্তি চাওয়া আ প্রাণে
যেন অপ্রাপ্য কোন কিছু
প্রশান্তি আছে হাতের নাগালে।
যদি একটু প্রচেষ্টা চালায়।
এ জগতে চাপ আর চাপ
এ যুগ যেন ইঁদুর দৌড়ে ঘোপঘাপ।
মনকে চেপে ধরে উদ্বেগ
উৎকণ্ঠা, হতাশা জন জীবন
করেছে নির্ভেগ।
প্রশান্তি চপল-চরন সোনার হরিণ
আমরা ক্রীতদাস এই নিষ্ঠুর
বাস্তবতা মনকে করেছে ঋণী।
প্রশান্তির খোঁজে জন জীবন পাগল পারা
ইহা আজকের নয় যেন
ইতিহাসের সেই সু ধর ধারা।
ধর্ম বেত্তা থেকে দার্শনিকের সাধনা
ছিল দুঃখ থেকে চির মুক্তির লাভ
মনে প্রশান্তি খোজা র চেতনা।