কইলজার টুকরা প্রিয় আমার
সোনা চান পাখি
কথা কও না রাগ করছো
ভয়ে আমার চোখ মেলে ডাকি
ভালো বললে বোঝো বুরা
বলে আমায় বেয়াক্কেল থুরা
কি জানি কি সইতে পারে
মনে হয় যেন সারাদিন ঝারে
তোমায় আমি ভালবাসি
লক্ষি বউ বলে ডাকি
পাড়াপড়শি যত নারী
সকলেই যেন পাশে সারী
করে আবার মাতাব্বরি।
তাদের আবার সংসার বারি
বিলসিতায় ছল ছাতরি
পান খায় আবার জর্দা ভরি
বলব কত বধুর বুলি
রান্ধে ভাল শাশুড়ীর গুনি
বুঝের কথা শুনে বেশি
ব্যবহার যেন হাসি খুশি