আশেপাশে চাপ পাশাপাশি চাপ
উঠতে চাপ বসতে চাপ
খাইতে চাপ ঘামাতে চাপ
কাজের উপর কাজের চাপ
বাহিরে চাপ ভিতরে চাপ
নাইতে নামতে পানির চাপ
বাতাসেতে বায়ুর চাপ।
শিক্ষা স্থানে শিক্ষকের চাপ
কর্মস্থলে বসের চাপ
সর্ব স্তরে মানসিক চাপ।
কৃষানের মনে বৃষ্টির চাপ
রাখালের ও গরুর চাপ।
মানুষের চাপ খাবারের চাপ
বাড়ছে বায়ু দুষনের চাপ
কার্বনের চাপে অক্সিজেনের চাপ।
বউয়ের চাপ বাজারের চাপ
ঘরের চাপ সমাজের চাপ
আত্বীয়ের চাপ বাবা-মায়ের চাপ
বন্ধুদের চাপ ভাই বোনের চাপ
গরমের চাপ সরমের চাপ
শীতের সকালে গোসলের চাপ
ভালবাসায় প্রেমিকের চাপ।
প্রেসারের চাপে রক্তের চাপ
খোলা আকাশে সূর্যের তাপ।
রুটিতে বেলুনের চাপ
মানবের বাচতে চাপ।